
প্রকাশিত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বর্তমানে উত্তর ঘাগোয়া মধুপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ে চাকরি করে গা ঢাকা দিয়ে চলেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলীয় পরিচয় ব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থেকেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েননি।
অভিযোগ রয়েছে, প্রক্সির মাধ্যমে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি বাগিয়ে নিয়েছেন, অথচ দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিত থাকেন না। চাকরির সুযোগ পাওয়ার পর থেকেই তিনি এলাকায় প্রভাব খাটিয়ে দলীয় পদ ব্যবহার করে সুবিধা নিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এছাড়াও জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আরিফুল ইসলাম আরিফ বিভিন্ন সরকারি প্রকল্পের নামে টাকা উত্তোলন করেও কাজ সম্পন্ন করেননি। নাম-বেনামে একাধিক প্রকল্প পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটিয়েছেন তিনি।
এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি এখনো কি ভাবে চলাফেরা করছেন। তারা দ্রুত তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনো পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।