গলাচিপায় মহাশ্মশানে দীপাবলী উৎসবে পুণ্যার্থীদের মিলনমেলা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২১, ৪:০৭ অপরাহ্ন /
গলাচিপায় মহাশ্মশানে দীপাবলী উৎসবে পুণ্যার্থীদের মিলনমেলা
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা মহাশ্মশানে দীপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের উপস্থিতিতে এক অভিস্মরণীয় মিলনমেলায় রূপ নেয় এলাকা। ভিন্নরূপের উৎসব আমেজে মুখরিত হয় মহাশ্মশান প্রাঙ্গণ। দূরদূরান্ত থেকে আগত পূজারীরা প্রয়াত স্বজনদের সমাধিতে প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ এবং পছন্দের খাবার সাজিয়ে রেখে শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণানুষ্ঠান ঘিরে দেশ-বিদেশের স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এ দীপাবলী।

প্রায় একশ বছর ধরে গলাচিপা মহাশ্মশানে অনুষ্ঠিত হয়ে আসছে এই দীপাবলী উৎসব। প্রতিবছর কালীপূজার আগের দিন ভূত চতুর্দ্দশীতে হিন্দুধর্মাবলম্বীরা তাদের প্রয়াত আত্মীয়দের সমাধিতে দ্বীপ জ্বেলে স্মরণ করে থাকেন। সোমবার সন্ধ্যার পর মহাশ্মশান পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সবাই নিজেদের প্রয়াত প্রিয়জনের জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন, গীতা পাঠ করেন এবং আত্মার শান্তি কামনায় খাবার নিবেদন করেন।

কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত জানান, প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে শত শত পূণ্যার্থী মহাশ্মশানে সমবেত হয়েছেন। প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় তারা দ্বীপ জ্বালিয়ে ও খাবার সাজিয়ে স্মরণ করেছেন প্রয়াত স্বজনদের। তিনি বলেন, এবারের সমাগম গলাচিপার দীপাবলীকে করেছে আরও অনন্য।

কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বর্ণিক বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরও দীপাবলী অনুষ্ঠিত হয়েছে। তিনি কালিবাড়ী কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।