

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গলাচিপায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিনটি উপলক্ষে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি জৈনপুরী খানকা মাঠ থেকে শুরু হয়ে ব্যানার-ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা হাসান মামুন। তিনি র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, সহ-সভাপতি মাকসুদ আলম তালুকদার, মোহাম্মদ মশিউর রহমান শাহিন খন্দকার, আসাদুজ্জামান সবুজ প্যাদা ও যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ।
এছাড়া পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টুসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল দেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। সেদিন সিপাহী-জনতার বিপ্লবে দেশ রক্ষা পেয়েছিল আধিপত্যবাদী প্রভাব থেকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল জাতীয়তাবাদী রাজনৈতিক জাগরণ।
বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির স্থগিত মনোনয়ন প্রত্যাহার করে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান।
র্যালি ও সমাবেশ চলাকালে পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।