

প্রকাশিত ঃ ১৩/১১/২০২৫ ইং
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় ছেলের বাবা মজিবর সিকদার লাঞ্চিত মেয়ের বাবা হালেম মেলকারের হাতে। আহত মজিবর সিকদার হ”েছন- গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের ৩নং ওয়ার্ডের মোসলেম সিকদারের ছেলে। মামলা সূত্রে মজিবর সিকদার জানান, ৯ নভেম্বর রোজ রোববার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মেলকার বাড়িতে এঘটনা ঘটে। আহত মজিবর সিকদার আরও জানান, তার ছেলে হালেম মেরকারের মেয়েকে বিবাহ করেন।
তিনি এই বিষয়টি তার ছেলেকে না পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবার কাছে জানতে চাইলে মেয়ের বাবা ক্ষিপ্ত হয়ে মজিবর সিকদারকে মারধর করেন। পরে মজিবর সিকদারের ডাক-চিৎকারে মেয়ের মা ডালিয়া বেগম ও মেয়ের ভাই কবির মেলকারও মারধর করেন। পরে এলাকাবাসী উদ্ধার করে মজিবর সিকদারের বাড়িতে খবর দিলে মজিবর সিকদারের স্ত্রী শিল্পী বেগম বড় ছেলে অলিল সিকদার ও মেয়ে ফাতেমা বেগম ঘটনা¯’লে গিয়ে মজিবর সিকদারকে আহত অব¯’ায় এনে গলাচিপা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উদ্দিন বলেন, রোগী মজিবর সিকদার আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৫নং বেডে ভর্তি আছেন। তার চোখে আঘাত লেগেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম হয়েছে। আহত মজিবর সিকদারের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামীকে হালেম মেলকারসহ তার স্ত্রী সন্তান মেরে ফেলতে চেয়েছিল আল্লাহ বাচিয়েছেন।
আমি তার বিরুদ্ধে আদালতের মাধ্যামে সঠিক বিচার চাই। এবিষয়ে হালেম মেলকারের মুঠোফোনে জানতে চাইলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মজিবর সিকদার বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি.আর. ৫৪৮/২৫। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে ঘটনা¯’ল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।





















আপনার মতামত লিখুন :