
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপার গোলখালী এলাকায় অবৈধভাবে স্থাপিত দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম বন্ধসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে হাওলাদার ব্রিকস ও ভাই ভাই ব্রিকসের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল কোর্টে হাওলাদার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, ড্রাম চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই অপরাধে ভাই ভাই ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, জেলা ও উপজেলার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ সুরক্ষায় পটুয়াখালী জেলাসহ সকল উপজেলার এ ধরনের অভিযান ও কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।