গফরগাঁও শিয়ালের কামড়ে আহত ৫, গণধোলাইয়ে শিয়াল নিহত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৯-২০, ৮:১৬ অপরাহ্ন /
গফরগাঁও  শিয়ালের কামড়ে আহত ৫, গণধোলাইয়ে  শিয়াল নিহত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২০,সেপ্টেম্বর)দুপুর ১টায়
উপজেলায় পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে ১ নারী সহ ৫জন আহত হয়।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শী জানাই দুপুর ১ টার দিকে বাড়ির আঙিনায় উঠান ঝাড়ু দেওয়ার প্রাক্কালে
শাহিনুর নামে গৃহিণীকে আকস্মিক শিয়াল আক্রমণ করে। তার চিৎকারে পরিবারের লোক ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করতে এলে পাগল শিয়াল আরো চারজনকে আক্রমণ করে।
আহতরা হলেন, ১,মোজাম্মেল হক (৫০)
২,জরিনা খাতুন (৪৪) ৩,মোঃ আশরাফুল (৩৮),৪,শাহিনুর (৩০) ৫,অভি (১৫)
সকলেই একই এলাকার বাসিন্দা।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ইমতিয়াজ আহমেদ বলেন শিয়ালে কামড়ে দুই জনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।