
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ।
বুধবার (১অক্টোবর) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় গফরগাঁও উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের,সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান।
গফরগাঁও উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক, এম আর খায়রুল
সাবেক যুগ্ন আহ্বায়ক, শাহ আব্দুল আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান,
গফরগাঁও পৌর বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক, জাহিদ হাসান স্বপন,
পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফ,
পৌরসভা ৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, নুরুল ইসলাম কাঞ্চন,শ্রী বিজয় বণিক। বেলাল আহমেদ, বোরহান উদ্দিন বুরহান, খাইরুল বাশার, এসএম সিরাজ, ফরহাদ, মোশারফ হোসেন,
পৌর শ্রমির দলের সাবেক আহবায়ক, আল-আলামিন জনি,
মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক, আমিনুল ইসলাম চঞ্চল,
চরালগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হাজারি,
রুবেল মাস্টার, নজরুল মেম্বার, সুমন ফরাজী। উপজেলা বিএনপির সদস্য বাবুল মাস্টার, যশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান ঢালী, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস,সুমন, আব্দুস সালাম,
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, বারবারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুল ও মোহসিন,ছাত্রদল নেতা সজীব, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, আল-আমিন,লিটন, ফারহান, সহ প্রমুখ,উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপে বক্তব্য দিতে গিয়ে নেতারা বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১ দফা রুপ রেখা বাস্তবায়ন করা হবে। গফরগাঁও সার্বজনীন দুর্গা পূজা নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবেন না।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি, দিলীপ কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, অনিল চন্দ্র রায় বলেন, সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। তারা জানান, উপজেলায় এবার ২০ টি মন্দিরে সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে।