গফরগাঁওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-০৩, ১১:৫৭ অপরাহ্ন /
গফরগাঁওয়ে  বজ্রপাতে এক যুবকের মৃত্যু।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলে মাছ ধরতে গিয়ে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্বগোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৪০) একই গ্রামের জরিনা বেগম ও আব্দুল খালেক দম্পত্তির ছেলে।

তারা চার ভাইয়ের তিনি সবার বড়, রফিকুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে আছে তার স্ত্রীর নাম শিউলি আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশে বিলে রফিকুল মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে রফিকুল ইমলাম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় ও পরিবারের লোকজন খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার বলেন, আমার স্বামীই ছিল পরিবারের উপার্জনক্ষন মানুষ। তার উপার্জনের সংসার চলে। তিনি মারা যাওয়ায় ছেলে মেয়ে নিয়ে কিভাবে সংসার চালাব। চোখে সব অন্ধকার দেখছি।

রফিকুল ইসলামের মা জরিনা বেগম বলেন, আমার চার ছেলের মাঝে রফিকুল সবার বড়। সে আজ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমার কুল খালি করে রফিকুল চলে গেছে।

নিহতের চাচাত ভাই গ্রাম পুলিশ এহসান বলেন, রফিকুল পেশায় জেলে ছিল। মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার চলত। আজ বিকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছে।

এ বিষয়ে পাগলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।