গফরগাঁওয়ে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৫, ৫:৪৮ অপরাহ্ন /
গফরগাঁওয়ে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে  মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম (৭৬) নামে এক মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ঔ কিশোরীর বাবা মো: শাহিন মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতে(৪নভেম্বর) পাগলা থানায় মামলা দায়ের করেছে।

মুক্তিযোদ্ধাকে উৎসুক জনতা গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে দেয় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় গফরগাঁওয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়ের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।

পাগলা থানার ওসি মো: ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আজ বুধবার(৫ নভেম্বর) আসামি আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়,উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে একই গ্রামের শাহিন মিয়ার কিশোরী (১৬) মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে আটক করা হয়।
আটকের পর আব্দুল করিমকে গাছে বেঁধে এলাকাবাসী ও উৎসুক জনতা জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঔদিন বিকেলে তাকে হেফাজতে নেয়। মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ি একই এলাকায়।

কিশোরীর বাবা মো:শাহিন মিয়া বলেন, তাঁর মাদ্রাসা পড়ুয়া মেয়েকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে লম্পট আব্দুল করিম। এসময় মেয়ের চিৎকার শুনে আশ পাশের লোকজন তাকে আটক করে। তিনি আরও বলেন, পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে নিয়ে আসার সময় গলায় জুতার মালা ছিল না।।