গফরগাঁওয়ে একটি আঁকাবাঁকা রাস্তা করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর দুর্ভোগ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-১৯, ৬:১৯ অপরাহ্ন /
গফরগাঁওয়ে একটি আঁকাবাঁকা  রাস্তা করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি  শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর দুর্ভোগ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯,সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

গফরগাঁওয়ে একটি আঁকাবাঁকা রাস্তা করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর দুর্ভোগ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের কিনালীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আঁকাবাঁকা রাস্তা নির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী দুর্ভোগের কথা জানা গেছে।

পল্লী ডাক্তার,কামরুজ্জামান খোকন বলেন কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে ফিরতে ও শিক্ষক, অভিভাবকদের আসা-যাওয়ায় এ আঁকাবাঁকা রাস্তা ব্যবহার করতে যেমন সময় বেশি তেমনি বাড়ি থেকে রাস্তায় আসতে প্যাক, কাদা, ধুলি বালি পেরিয়ে আসতে হয়, একটু বৃষ্টি হলেই জলবদ্ধতার সৃষ্টি হয়।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুলেখা আক্তার জানান, স্কুলে আসার পুরনো রাস্তাটি বন্ধ করে দিয়ে বিগত সরকারের মাদক পোষ্ ট স্থানীয় পেশাদার ক্যাডার উজ্জল,মানিক গং ঠিকাদারকে বাধ্য করা হয়েছিলো বাকা রাস্তা তৈরি করে স্কুল নির্মাণের মালামাল স্কুলের মাঠে নিতে, খেয়াল মত বাগানের ভিতর দিয়ে রাস্তা তৈরি করেন এতে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী দুর্ভোগে পড়ে।
পল্লী ডাক্তার কামরুজ্জামান খোকন বলেন স্কুল, মসজিদে আসা-যাওয়ার ৩০ বছরের পুরনো রাস্তাটিকে বিগত সরকারের ক্ষমতাধর চেয়ারম্যান,মেম্বার সহ স্থানীয় উজ্জল মিয়া মানিক মিয়ারা মিলে নিজের স্বার্থ হাসিলের জন্য এলাকাবাসীর বাধা উপেক্ষা করে গাছপালা বাগানের ভিতর দিয়ে
জোরপূর্বক আঁকাবাঁকা রাস্তা নির্মাণ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে, পুরনো সোজা রাস্তাটি নির্মাণে এলাকাবাসীর পক্ষে দাবি জানাই।

ভুক্তভোগী সুরুজ মিয়া, জানান মসজিদে নামাজ আদায় করতে আসতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুরনো হালট রাস্তাটি কর্তৃপক্ষের নিকট দাবি করছি।