খানসামার স্বেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যাণ সেবা সংঘ” এর ২য় বারের মতো সদস্য সংগ্রহ চলিতেছে


দেশ সময় প্রকাশের সময় : ২০২১-০২-১২, ৪:০১ অপরাহ্ন / ২৮
খানসামার স্বেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যাণ সেবা সংঘ” এর ২য় বারের মতো সদস্য সংগ্রহ চলিতেছে
print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২ ফেব্রুয়ারি, ২০২১

মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)ঃ

দিনাজপুর জেলার খানসামা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “সংগঠন মানব কল্যাণ সেবা সংঘ”র নিজ উদ্যোগে ২য় বারের মতো সদস্য সংগ্রহ চলিতেছে,
“মানব কল্যাণ সেবা সংঘ” যেহেতু এই সংগঠনটি আমাদের ✏অরাজনৈতিক ও অলাভজনক একটি সংগঠন সেহেতু আমাদের এই সংগঠনের কিছু নিয়ম আছে, যারা সদস্য হতে চান, তাদেরকে এই নিয়ম গুলো অবশ্যই মেনে চলতে হবে?

অামাদের সংঘের লক্ষ্য ও_উদ্দেশ্যঃ–
(ক) এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা এবং মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা।

(খ) রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারের আয়োজন করা।

(গ) “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।
(ঘ) শিশু কল্যাণঃ এলাকার গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার জন্য গণশিক্ষা কেন্দ্র/অারবী শিক্ষা/এবং দরিদ্র শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং শিশুদের বাল্যবিবাহ রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা।

(ঙ) এলাকার মাদকাসক্ত, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন, গনসচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করা এবং সেই সাথে মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা।

(চ) যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা। এমনকি খাদ্য দ্রব্যকে বিষ মুক্ত রাখা ও কৃষকদেরকে কেমিক্যাল ব্যতিত ফসল উৎপাদানের ব্যপারে পরামর্শ দেয়া।

(ছ) দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে দুঃস্হ, ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া,শীতার্তদের মাঝে শীত বস্তু বিতরণ করা।

(জ)বিনোদনের জন্য ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

আমাদের সংঘের সদস্য হওয়ার শর্তাবলি নিম্নে দেওয়া হলোঃ

✒☑মানবতার সেবার কাজে নিজেকে উৎসর্গ করতে হবে বিনা পারিশ্রমিকে।?

✒☑যেহেতু এটি একটি অলাভজনক সংঘ সেহেতু আমাদের সদস্যকে প্রতিমাসে ধার্যকৃত চাঁদা নিয়মিত ভাবে দিতে হবে।?

✒☑অসহায় মানুষের অার্থিক অনার্থিক যাবতীয় সাহায্যে পিছুপা হলে চলবে না।?

✒☑ সৎ,সাহসী, আদর্শ, ধৈর্যশীল হতে হবে,যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।?

✒☑স্বেচ্ছায় রক্তদানের মনোবল থাকতে হবে।?

✒☑ যেহেতু আমাদের এই সংঘ অরাজনৈতিক তাই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা যাবে না, থাকলেও তার প্রভাব যেন আমাদের সংঘে কোনভাবেই না পরে।?

✒☑”মানব কল্যাণ সেবা সংঘ” এর কাজে বাঁধা সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবেনা।?

✒☑যেকোনো জরুরী সভায় উপস্থিত থাকতে হবে।?

⚡বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন,?
?প্রকাশনা সম্পাদকঃ 01518-310793
?তথ্য ও প্রচার সম্পাদকঃ 01987321593 (ধন্যবাদ)