‎ইনকিলাব মঞ্চ-এর নেতা হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-১৪, ৭:৫৩ অপরাহ্ন /
‎ইনকিলাব মঞ্চ-এর নেতা হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশে উপজেলা বিএনপির উদ্যোগে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে পৌর চত্ত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জৈনপুরী খানকা ব্রীজ সংলগ্ন সড়কে এসে বক্তব্যের মধ্যে দিয়ে মিছিল তথা সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। ‎এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সালাম মৃধা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।