৷ গোলেনুরের মানবেতর জীবন


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-০৯, ১০:০০ অপরাহ্ন /
৷  গোলেনুরের মানবেতর জীবন

প্রকাশিত,০৯,ফেব্রুয়ারি,২০২৫

জহুরুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি।

মানবেতর জীবন অতিবাহিত করতেছে গোলেনুর বেওয়া, মানবতা যেন হার মেনেছে তার কাছে,

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৌরসভার সীমান্তবর্তী ৯ নং ও কৈমারী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর মধ্যবর্তী উত্তর গাবরোল সরকার পাড়ায় বসবাস করেন গোলেনুর বেগম,
এই দুনিয়ায় আপনজন স্বামী, সন্তান বলতে কেউ নেই তার

৬৮ বছরেও অন্যের বাসায় কাজ করে দুমটো ডাল ভাত খেতে হয় গোলেনুর বেগম কে অন্যের ব্যবহার্য পোষাক ও সাহায্যে বদৌলতে বেচে আছে গোলেনুর বেগম
দিন শেষে রাতে থাকার জায়গাটাও নেই তার, অন্যের জমিতে কোন মতে ভাংগাচুড়া কুড়ে ঘরে থাকে, বৃষ্টি হলে সেখানেও থাকার কোন উপায় হয় না তার,এভাবেই চলে গোলেনুরের মানবেতর জীবন।

সাম্প্রতিক সময়ে তাকে দেখতে যান
ছাত্রশিবির নীলফামারী জেলা সেক্রেটারী রেজাউল করিম ও বন্ধন স্বেচ্ছাসেবী
ফাউন্ডেশন (সামাজিক সংগঠন) প্রতিষ্ঠাতা পরিচালক রায়হান ইসলাম।

এ সময় চাল ডালসহ কিছু উপহার সামগ্রী নিয়ে গেলে ছুটে আসেন এলাকাবাসি জানান গোলেনুরের মানবেতর জীবন কাহিনি ও অসহায় গোলেনুরের পাশে থাকার আহবান জানান তারা।

দেখতে যাওয়া প্রতিনিধিরা বলেন
মানুষের প্রকৃত সৌন্দর্য তার হৃদয়ে, যেখানে দয়া, মমতা ও সাহায্যের মনোভাব লুকিয়ে থাকে।
একটি সত্যিকারের মানবিক জীবন হলো যেখানে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকি, অন্যের দুঃখ-কষ্ট বুঝতে চেষ্টা করি এবং যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেই। এতে শুধু অন্যদের উপকার হয় না, বরং আমাদের নিজস্ব জীবনও শান্তি ও সুখে ভরে ওঠে।
সত্যিকারের মানুষ হওয়ার অর্থ শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হলো মানবতার প্রকৃত বিজয়।

তারা আরো বলেন
মানুষ, মানুষের জন্য, জীবন, জীবনের জন্য প্রকৃত সুখ আছে মানব সেবায়,
পরিশেষে সমাজের বৃত্তবান মানবিক মানুষদের কে অসহায় গোলেনুরের পাশে থাকার আহবান জানান।