৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কবরস্থানের ৭শত ফিট প্রাচীর নির্মাণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-২২, ১০:৩৩ অপরাহ্ন /
৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কবরস্থানের ৭শত ফিট প্রাচীর নির্মাণ।

প্রকাশিত,২২, আগস্ট,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া কবরস্থানের ৭শত ফিট প্রাচীর নির্মাণের।
ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপি সকল সদস্য ও সদস্যারা আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মিস্টার ভাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

জমির পরিমাণ দাগ নং ৭২শত ১৮,জমির পরিমান ৯০শতাংশ যা সরকারের খাস জমি মুসলমানের কবরস্থানের জন্য ব্যবহৃত করা হয় ইতিপূর্বে ৯০শতাংশ জমির কিছু অংশ এলাকাবাসীর বাশঁ ঝার এবং বাড়ী থাকায় এলাকাবাসীর দখলে ছিল ২২শে, জুলাই ২০২৩ সার্ভেয়া দ্বারা মাপ যোগ করে দখল মুক্ত করেন জমিটি আর যেন অদখলে না যায় সে কারনে আজ ২২ শে আগস্ট ২০২৩ মঙ্গলবার ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাচীর নির্মাণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।

তারিখঃ২২/০৮/২০২৩,মঙ্গলবার
মোঃ আতাউর রহমান।