১৯, জুলাই ২০২৩,ইং দেশ বাঁচাতে মেহনতি মানুষের রংপুর বিভাগীয় পদযাত্রা দিনাজপুর দিনাজপুর জেলা সফল করার লক্ষ্যে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১২, ৬:৪৯ অপরাহ্ন /
১৯, জুলাই ২০২৩,ইং দেশ বাঁচাতে মেহনতি মানুষের রংপুর বিভাগীয় পদযাত্রা দিনাজপুর দিনাজপুর জেলা সফল করার লক্ষ্যে।

প্রকাশিত,১২, জুলাই,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

প্রস্তুতি সভা
স্থান রবিউল আলম তুহিনের ইটভাটা প্রাঙ্গণ পুলহাট খানসামা দিনাজপুর
প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান মিয়া
সাবেক এমপি দিনাজপুর ৪ ও সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি।
বিশেষ অতিথি সকল যুগ্ম আহবায়কবৃন্দ খানসামা উপজেলা বিএনপি
সভাপতিত্ব করেন জনাব আমিনুল হক চৌধুরী বিএসসি আহবায়ক খানসামা উপজেলা বিএনপি
সঞ্চালনায় সফিকুল আলম
সবেক সংগঠনিক সম্পাদক ও সদস্য খানসামা উপজেলা বিএনপি।

আয়োজনেঃ খানসামা উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ খানসামা দিনাজপুর।