১৬ জুলাই চট্টগ্রাম বিভাগী মহাসমাবেশ  সফল করতে জুয়েল সমর্থিত পটিয়া উপজেলা  বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১১, ৪:১৮ অপরাহ্ন /
১৬ জুলাই চট্টগ্রাম বিভাগী মহাসমাবেশ   সফল করতে জুয়েল সমর্থিত পটিয়া  উপজেলা  বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

প্রকাশিত,১১, জুলাই,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আগামী ১৬জুলাই ‌দেশ বাঁচা‌তে শ্রমজীবী জনতার চট্টগ্রাম বিভাগীয় মহা সমাবেশ সফল করার ল‌ক্ষ্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়া উপজেলা শাখার উদ্যেগেই পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এর বাসভবনে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল জলিল চৌধুরী সভাপতিত্বে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য  সাবেক যুবনেতা, বদরুল খায়ের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজী মোহাম্মদ মনির এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আবদুল মোনাফ , দক্ষিণ জেলা  বিএনপির সাবেক  শিক্ষা বিষয়ক সম্পাদক, , চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার,   সাবেক যুব বিষয়ক সম্পাদক, জাহেদুল হক, দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, গোলাম মহিউদ্দিন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা, চেয়ারম্যান ইউনুস মিয়া,উপজেলা    বিএনপি নেতা, মুজিবুর রহমান, শাহাবুদ্দিন খোকন, কাজী আবু তাহের, মনছপ আলী, আবু সুলতান, মোহাম্মদ আকতার,  বছিরুল আলম , নুরুল ইসলাম মেম্বার,গাজী মকসুদুল করিম, ফোরকান মাষ্টার,  মোহাম্মদ মামুন, মনছুর শরীপ, জসিম উদ্দিন, মফিজ সওদাগর, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম,  রিজুওনাল হক রিজু, মোহাম্মদ বেলাল, নাসির মেম্বার, হাসমত আলী, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম,  পটিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব, আবু বক্কর রায়হান, সেলিম উদদীন, নাসির উদ্দীন, যুুবদল নেতা, মাইমুনুল ইসলাম মামুন, শাহজাহান সিরাজ, মোজাম্মেল হক সোহেল, খোকন শাহ,  আবু জাফর, মোহাম্মদ বশির,   শফিকুল ইসলাম লিটন, সেলিম মেম্বার, এনাম উল্লাহ, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, বক্কর, নাজিম উদদীন,  জমির উদদীন, ফোরকান  পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন তালুকদার আজাদ, সহ সভাপতি, সালাম ফারুকী,সহ সভাপতি,  মুছা আলম সহ সভাপতি, মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক, গাজী দিদার, জিনাত আলী,  এনাম, সেচ্ছাসেবক দল নেতা, মোহাম্মদ শাহআলম, গাজী হাসান, ছাত্রদল নেতা, তারেক রহমান,  জাহেদুল ইসলাম সুজন,  নাঈম উদদীন, মোহাম্মদ আজাদ,  সাকের, রাসেল, এনাম, দিদার প্রমুখ। সভায় বক্তারা আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করা দলীয় নেতা কর্মীদের মিছিল সহকারে যোগদান করায় আহবান জানান।  বক্তারা বলেন,
পটিয়ার সাবেক এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল নেতা কর্মীরা
ঐক্যবদ্ধ হয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। তার আগে সরকারকে পদত্যাগ, সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরার সুযোগ সৃষ্টি, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা লাখ লাখ মামলা প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে রাজপথেই ফায়সালা করা হবে হুশিয়ারি উচ্চারণ করেন।

সেলিম চৌধুরী 

পটিয়া চট্টগ্রাম 

১১/০৭/২৩ ইং।