হেলিকপ্টারের প্রচারণায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগ হারুন অর রশিদ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৬, ১১:৩৯ অপরাহ্ন /
হেলিকপ্টারের প্রচারণায় সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগ  হারুন অর রশিদ।

প্রকাশিত,২৬,মে,২০২৪

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ও ব‌ইছে নির্বাচনী হাওয়া।নির্বাচন খুবই সন্নিকটে। থেমে নেই প্রার্থীরা। মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। একদিকে ভোটারদের মন জয় অপরদিকে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দিন রাত গনসংযোগ করে যাচ্ছেন প্রার্থীরা।

কিন্তু এলাকায় জনপ্রিয়তা নিয়ে চলছে তুমুল যুদ্ধ, তৃণমূল কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ও নানা মনোভাব পরিলক্ষিত হচ্ছে। তবে ভোটের আমেজ স্বাভাবিকের তুলনায় একটু কম। এরই মধ্যে সাধারণ ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন হেলিকপ্টার মার্কার প্রার্থী খয়বর হোসেন ম‌ওলা।

উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুর সরকার মিলনের নেতৃত্বে উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও হেলিকপ্টার প্রতীকের গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে হেলিকপ্টার প্রতীকের সমর্থক বেড়েই চলছে। পুরো এলাকায় ঘুরে দেখা যায় গ্রহণযোগ্যতা ও প্রচারণায় বহুগুণ এগিয়ে রয়েছেন চেয়ারম্যান খয়বর হোসেন মওলা।

এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি মাসুদুর রহমান প্রামাণিক সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বেশ কয়েকজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট যুদ্ধে জনমত জরিপে দেখা যাচ্ছে হেলিকপ্টার মার্কার প্রার্থী খয়বর হোসেন ম‌ওলার বিজয়ী হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য প্রার্থীদের তুলনায় সাধারণ মানুষ তার পক্ষেই গনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হয়তো সাধারণ খয়বর হোসেন ম‌ওলার পক্ষে কাজ করার কারনে উপজেলা জুড়ে নির্বাচনী মাঠে হেলিকপ্টার মার্কার গনজোয়ার চলছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সমস্যার সংকটে সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়নের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সেই সাথে সততার ভিত্তি জনগণের শক্তিকে কাজে লাগিয়ে উপজেলা বাসির দুঃখের সারথী হয়ে পাশে থাকার আহ্বান জানান খয়বর হোসেন ম‌ওলা।

উপজেলার সচেতন ভোটারদের সাথে কথা হলে তারা জানান, স্থানীয় পর্যায়ের নির্বাচনে দল থেকে ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এবার যেহেতু দলীয় প্রতীক নেই, তাই নির্বাচন জমজমাট হবে। ইতোমধ্যে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। ভোটাররাও নির্বাচনি আমেজ উপভোগ করছেন