প্রকাশিত,১০,ডিসেম্বর,২০২৩)
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রাম ১২ পটিয়া আসনে সংসদ সদস্য প্রার্থী পরিছন্ন রাজনীতিবিধ বিশিষ্ট সমাজ সেবক দানশীল ব্যাক্তিত্ব জননেতা আলহাজ্ব এমএ এয়াকুব আলী হেপাজত ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় দুই নেতা গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সুএে জানাযায়। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন নোঙ্গর মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এমএ এয়াকুব। এ নির্বাচন তিনি চ্যালেন্জ হিসেবে নিয়েছেন বলে তার এলাকার লোকজন সুএে জানাযায়। এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব এমএ এয়াকুব আলী জানান, পরিবর্তন সুশাসন নিশ্চিত পটিয়াকে মাদক ইয়াবা মুক্ত তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিজয়ী হলে পটিয়ার সকল সমস্যা চিহ্নত করে তিনি সমস্যা সমাধান করতে পারবেন বলে জানান। তিনি পটিয়াবাসীকে পরিবর্তনে জন্য একটিবার তাকে নোঙ্গর মার্কার দিয়ে বিজয়ী করার জন্য পটিয়াবাসীর প্রতি আহবান জানান। এসময় এলাকার মান্যাগন্য ব্যাক্তিবর্গ সহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১০/১২/২০২৩;ইং