হুইপ সামশুল হক চৌধুরী এমপির নেতৃত্বে অবরোধের প্রতিবাদে পটিয়ার ছয় স্পটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-০৬, ৯:১২ অপরাহ্ন /
হুইপ সামশুল হক চৌধুরী এমপির নেতৃত্বে  অবরোধের প্রতিবাদে পটিয়ার ছয়  স্পটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

প্রকাশিত,০৬, নভেম্বর,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

অবরোধের নামে বিএনপি জোটের নৈরাজ্য প্রতিরোধ ও প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ ছয়টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে মহাসড়কের ভেল্লা পাড়া, শান্তিরহাট, মনসা বাদামতল, ইন্দ্রপুল, কমলমুন্সিরহাট ও বাস স্টেশন এলাকায় পৃথক পৃথকভাবে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্পটে বিক্ষোভ মিছিলও বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী সকাল থেকে প্রত্যেক পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন। এসময় দুই শতাধিক মোটরসাইকেল সহকারে পটিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন দেয়।

কর্মসূচিতে হুইপের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, জেলা আ.লীগ সদস্য বিজন চক্রবর্তী, আবু সালেহ চৌধুরী, এম. এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, আমিনুল ইসলাম টিপু, ইনজামুল হক জসিম, শাহিনুল ইসলাম শানু, এম.এ হাসেম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম চেয়ারম্যান, আ.লীগ নেতা অসিত বড়ুয়া, মর্তুজা কামাল মুন্সি, মাধাই চন্দ্র নাথ, আইয়ুব আলী, হাজী ওসমান গনি, আবু জাফর, বদিউল আলম তুষার, মিজানুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন  আহবায়ক ইমরান উদ্দিন বশির, মাষ্টার রিটন নাথ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাÐ ও নৈরাজ্য করছে। যা প্রতিহত করতে পটিয়া আওয়ামীলীগের নেতা-কর্মীরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছে। কোন সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবেনা। 

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম