হাসি মুখ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইফতার প্রজেক্ট’ কর্মসুচি শুরু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২০, ৬:০৭ অপরাহ্ন /
হাসি মুখ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইফতার প্রজেক্ট’ কর্মসুচি শুরু।

প্রকাশিত,২০, মার্চ,২০২৪

সেলিম উদ্দিন (কক্সবাজার)

প্রতি বছরের ন্যায় চলতি রমজানেও হাসি মুখ ফাউন্ডেশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণের প্রকল্প ‘ইফতার প্রজেক্ট’ চালু করেছে উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি হাসি মুখ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার(২১মার্চ) ১০ রমজান হতে শেষ রমজান পর্যন্ত উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের বিভিন্ন এতিম খানায় ইফতার সামগ্রী প্রদান করবে সংগঠনটি।

হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি জাহেদুল ইসলাম বলেন,
জালিয়া পালং ইউনিয়নের আগ্রহী এবং প্রয়োজনীয়তা আছে এমন কোনো এতিমখানা/প্রতিষ্ঠান থাকলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। পাশাপাশি এই কর্মসূচিতে কেউ আর্থিক ভাবে সহযোগিতা করে অংশগ্রহণ করতে চাইলে পারবে বলে জানান তিনি।

হাসি মুখ ফাউন্ডেশনের সাথে যোগাযোগের ঠিকানা সহ বিস্তারিত নিচে উল্লেখ করা হলো👇

🏚️যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়, মোনাফ মার্কেট, সোনার পাড়া।
☎️যোগাযোগ: +880 1863-343169 শাহাব উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক।