হাফেজদের মাঝে জায়নামাজ বিতরণ করেন যুবলীগ নেতা এম এ মোতালেব হোসেন ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১৫, ৮:২৭ অপরাহ্ন /
হাফেজদের মাঝে জায়নামাজ বিতরণ করেন যুবলীগ নেতা এম এ মোতালেব হোসেন ।

প্রকাশিত,১৫, আগস্ট,২০২৩

শুভ বসাক, ময়মনসিংহ ঃ

১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা এম এ মোতালেব হোসেনের আয়োজনে হাফেজ ছাত্রদের মাঝে জায়নামাজ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে নগরীর কালিবাড়ী এলাকায় আত্-তাবীব ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে জায়নামাজ বিতরণের উদ্ভোধন করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)।
৩০ জন হাফেজ ছাত্রদের মাঝে এ জায়নামাজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা গৌতম সরকার, মহানগর যুবলীগ নেতা জীবন পাল, রাকিব হাসান, ওবায়দুল রহমান রিফাত, হুমায়ুন কবিরসহ প্রমুখ।এরপর ১৫ আগষ্টে নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী সকলের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।