

প্রকাশিত
শুভ বসাক ঃ
“হাত ধোয়ার নায়ক হোন”—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণায়ও পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আল মাহমুদ, জেলা শিক্ষা অফিসার আসলাম বিন্দুল্লাহ রাব্বিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল আলম, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক আন্দোলনের মাধ্যমে নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলা। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। বক্তারা সবাইকে পরিবার, বিদ্যালয় ও কর্মক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য—
“হাত ধোয়ার নায়ক হোন” — অর্থাৎ নিজের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন।
সভা শেষে জেলা প্রশাসক সবাইকে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন,
> “পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে আমরা একটি সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে পারি।”






















আপনার মতামত লিখুন :