প্রকাশিত,০৯, অক্টোবর,২০২৩
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম বাইপাসের প্রাণ কেন্দ্রে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের নিচতলায় আনন্দ সুইটস এর পাশে স্যামসাং অথরাইজড আউটলেট (আনন্দ টেলিকম) এর শুভ উদ্ভোধন করা হয়।
সোমবার ( ৯ অক্টোবর) দুপুরে লাকসাম বাইপাসস্থ মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের নিচতলায় আনন্দ সুইটস এর পাশে স্যামসাং অথরাইজড আউটলেট (আনন্দ টেলিকম) এর শুভ উদ্ভোধন অত্যন্ত ঝাকজমকপূর্ণ পরিবেশে বিশাল একটি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্যামসাং এর কুমিল্লা রিজিওনের সেলস ম্যানেজার কিংশুট পাল, এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম, দৌলতগঞ্জ লাকসাম ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও আনন্দ সুইটস এর স্বত্ত¡াধিকারী পিন্টু সাহা, স্যামসাং এর ডিস্ট্রিবিউটর শাহ আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উদ্ভোধন কালীন সময়ে সকল ক্রেতাদের জন্য ছিল আকর্ষনীয় উপহার সামগ্রী ও ডিসকাউন্টের সুযোগ। রং বেরঙের বেলুন দিয়ে সাজানো গোছানো আনন্দ টেলিকমটি ছিল চোখে পড়ার মত। উদ্ভোধনকালে উপস্থিত সকলের জন্য ছিল আপ্যায়নের সু-ব্যবস্থা করা হয়।
আপনার মতামত লিখুন :