স্মার্ট ওয়ার্ড গড়তে ঢেঁড়স মার্কায় ভোট দিন —-সুলায়মান ফরাজী রতন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৪, ৪:৫৫ অপরাহ্ন /
স্মার্ট ওয়ার্ড গড়তে ঢেঁড়স মার্কায় ভোট দিন —-সুলায়মান ফরাজী রতন।

প্রকাশিত,১৪, জুলাই,২০২৩

সুমন আহমেদঃ

ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড গড়তে ঢেঁড়স মার্কায় ভোট দিন। ঢেঁড়স মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে সরকারের বরাদ্দ ছাড়া নিজের অর্থ দিয়ে হলেও স্মার্ট ওয়ার্ড গড়বো ইনশাআল্লাহ।
তাই সবাইকে একটি করে ঢেঁড়স মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই। ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলায়মান ফরাজী রতন শুক্রবার (১৪ জুলাই) বিকেলে জোড়খালী, বারআনী, বালুচর গ্রামে উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সমৃদ্ধ, পরিচ্ছন্ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ১নং ওয়ার্ড গড়ার প্রত্যায় ব্যাক্ত করেন।
শিক্ষা খাতে উন্নয়ন , বেকারত্ব অবসান, সামাজিক নিরাপত্তা, ওয়ার্ডের সৌন্দর্য্য বর্ধন, স্বাস্থ্যখাতসহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের আশ্বাস দেন তিনি।
সুলায়মান ফরাজী রতন বলেন, ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, নয়নাভিরাম ও সত্যিকারের মানসম্মত ওয়ার্ডে পরিণত করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এ স্বপ্ন থেকে আমি ১নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিক্ষার মানোন্নয়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে ঢেলে সাজানো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষালাভে সহায়তা করা হবে।
তিনি বলেন, ড্রেনেজ মাস্টার প্ল্যানের আধুনিকায়নের মাধ্যমে বাস্তবমুখী কর্মসূচী পালন করা হবে। ডাস্টবিন ব্যবস্থার আধুনিকায়ন ও এর সঠিক ব্যবহারে জনগণের সম্পৃক্ততা, নালাগুলোতে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া স্বাস্থ্যসেবা, বেকারত্ব নিরসন, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া হবে।