প্রকাশিত,২২, জুলাই,২০২৩
মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমেন আহমেদ রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হুদার পরিচালনায় বক্তব্য দেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আরফান আলী, সাধারণ সম্পাদক তুঘলক আহমেদ, আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সহ-সভাপতি পার্থ সিংহ পাপ্পু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর কবির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হাসান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, জেলা নবীন লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাগর, সদর উপজেলা নবীন লীগের সভাপতি রনি তালুকদার, সাধারণ সম্পাদক রবিন আহমেদ রিয়াদ। গত ২৪ জুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশের যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :