প্রকাশিত,২৬,অক্টোবর
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
দুর্দিনে যারা দলীয় নেতাকর্মীর পাশে ছিলেন, নির্যাতনের শিকার কর্মীদের খোঁজ নিয়েছেন; তাদেরই দল বিবেচনা করবে। কোনো আগন্তুক, সুবিধাবাদী বা অন্য দলের ভাড়াটিয়াদের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।
শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে লিফলেট বিতরণের শেষে পথসভা এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে এই বার্তা পৌঁছে দিয়ে তিনি বলেন, আপনাদের পাশে সার্বক্ষণিক কে ছিলেন, তা আপনারাই ভালো জানেন। আপনাদের চাওয়া দল মূল্যায়ন করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. মাহবুব ফরাজী, সদস্য রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার প্রমুখ।