সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২৪, ৭:৩৮ অপরাহ্ন /
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা।

প্রকাশিত,২৪, জুলাই,২০২৩

মনোয়ার হোসেন মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, সাংগঠনিক মেহেদী হাসান বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মজুমদার লিপু,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুল আলম, আরমান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
গত ২৪ জুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশের যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট সুখাইড় রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। পরিচিতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন সদস্যদের নাম ঘোষণার মাধ্যমে পরিচয় করিয়ে দেন।