সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-২০, ৮:৪২ অপরাহ্ন /
সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশিত

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ আছর সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা নিমতলায় অবস্থিত জামিয়া মোহাম্মদীয়া বিক্রমপুর মাদ্রাসার হল রুমে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমিঅতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান এর সঞ্চালনায় এ সময় উক্ত ইফতার দোয়া ও আলোচনা মহফিলে প্রধান অতিথি ছিলেন মাও. আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আশরাপ আলী কাসেমী সহ সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ জেলা, মোঃ শাহ আলী সহ সভাপতি মুন্সীগঞ্জ জেলা, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান,জেলা প্রচার সম্পাদক মাওলানা নাফিজুর রহমান,সিরাজদিখান থানা সহ সভাপতি আবু শাহাদাৎ খান,সিরাজদিখান থানা সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
প্রধান আলোচক বলেন- জমিয়তে উলামায়ে ইসলাম সবচেয়ে পুরনো সংগঠন, বৃটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জুলাই গনঅভ্যুত্থানে আমাদের সরাসরি অংশগ্রহণ ছিল। আমরা ইসলামী ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সরকার গঠন করবো। তাই সবাইকে প্রানপন চেষ্টা করতে হবে।

আজাদ নাদভী

১৯-০৩-২৫