প্রকাশিত,২৮,ডিসেম্বর,২০২৩
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় সড়ক বন্ধ করে নৌকা প্রার্থীর নির্বাচনী পথসভা করায় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার অভিযোগ উঠেছে। রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে সৈয়দপুর বাজরের সামনে সড়কের ওপর টেবিল-চেয়ার পেতে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ঘন্টাব্যপী সড়কটি বন্ধ থাকে। মুন্সীগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা গেছে, সড়কের মাঝখানে আয়োজন করা হয় পথসভাটি। সেখানে প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য অতিথিদের বসার জন্য চেয়ার-টেবিল রাখা হয়েছে। এ সময় সড়কটির এক জায়গায় আড়াআড়ি ভাবে বাঁশের ব্যারিকেট দিয়ে রাখতেও দেখা গেছে। এতে সাধারণ মানুষ ও যানবাহনকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে দেখা গেলেও আবার রাস্তা বন্ধের জন্য কোন কোন পথচারীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ বিষয়ে রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৫ মিনিটের মত রাস্তা বন্ধ ছিল। আমাদের দুটি রাস্তা তাই মানুষের চলাচলে তেমন কোন সমস্যা হয়নি। এ ব্যাপারে জানতে সিরাজদিখান ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার সাব্বির আহমেদের সাথে মোবাইল ফোনে একাধিক কল করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
আজাদ নাদভী
২৮-১২-২৩
আপনার মতামত লিখুন :