সিরাজগঞ্জ -৩ আসন : জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জলের ভাগ্য নির্ধারণ শুক্রবার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৪, ৯:০৮ অপরাহ্ন /
সিরাজগঞ্জ -৩ আসন :  জনপ্রিয়  স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জলের  ভাগ্য নির্ধারণ শুক্রবার।

প্রকাশিত,১৪,ডিসেম্বর,২০২৩

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয় হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শুক্রবার (১৫ ডিসেম্বর)। শনিবার বিকেলে সিরাজগঞ্জ -৩ আসনে আগারগাও নির্বাচন কমিশনে আপিল করেন নুরুল ইসলাম উজ্জল (স্বতন্ত্র) । আর আপিলের পরিপেক্ষিতে আগামীকাল শুক্রবার শুনানী শেষে তার রায় প্রদান করা হবে । আজ ১৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জল নিজে এ তথ্য দেন ।

তিনি বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন । যে কারনে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে তা আমি সমাধান করেছি । আমাকে আটকানোর অনেক চেষ্ঠা করা হয়েছে । আমি বিশ্বাস করি আমি এখানে ন্যায় বিচার পাবো ।

তিনি আরো বলেন,আমার প্রিয় রায়গঞ্জ তাড়াশ সলংগা বাসি আপনারা যে ভালাবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সারা জীবন আপনাদের কে নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ।ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।