সিরাজগঞ্জ সলঙ্গায় ১৮০ জন হতদরিদ্রের মাঝে ভিজিডির চাউল বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-২৮, ৬:২৫ অপরাহ্ন /
সিরাজগঞ্জ  সলঙ্গায় ১৮০ জন হতদরিদ্রের মাঝে ভিজিডির চাউল বিতরণ।

প্রকাশিত,২৮, এপ্রিল,২০২৪

মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সলঙ্গা ইউনিয়নে ১৮০ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।রোববার (২৮ এপ্রিল ) সকাল টার দিকে সলঙ্গা ইউনিয়ন কার্যালয়ে চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান, ইউপি সচিব বাসুদেব ঘোষ, ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার। 

চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার বলেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে ৫ মেট্রিক টন (৪০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।