সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৭, ১১:০১ অপরাহ্ন /
সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত।

প্রকাশিত,২৭,জুন, ২০২৪

মোঃআবদুর রহিম সোহেল
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

২৭ জুন ২০২৪ খ্রি. চট্টগ্রাম মহানগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় তিনি স্কুলের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং স্কুলের মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা; প্রতিষ্ঠানটির পরচালক ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব পংকজ দত্ত, পিপিএম-সেবা (পুলিশ সুপার) মহোদয় এবং সিএমপি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ববি বড়ুয়া মহোদয়সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।