সারাদেশে এইচ এস সি ও সমমান পরিক্ষার রেজাল্ট পাসের হার ৭৮.৬৪ শতাংশ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৬, ১০:৩৫ অপরাহ্ন /
সারাদেশে  এইচ এস সি  ও সমমান পরিক্ষার রেজাল্ট পাসের হার ৭৮.৬৪ শতাংশ।

প্রকাশিত,২৬, নভেম্বর,২০২৩

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

চলতি বছরের এইচ এসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডের ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

এদিকে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ১৭ আগস্ট দেশেরটি ৮ সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।

এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিকরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

এদিকে, এবার পূর্ণ নম্বরের প্রশ্নপত্র ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

অপর দিকে গাজীপুরের কালীগঞ্জে উপজেলার বিভিন্ন কলেজ থেকে
এইচএসসি’র ফলাফল কালীগঞ্জ

১। কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে মোট ৭২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এরমধ্যে ৪০২ উত্তীর্ণ হয়েছে।
ফেল করেছে ৩২১ জন।
জিপিএ-৫ পেয়েছে ১ জন।

কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের মোট পরীক্ষার্থী ৯৯ জন।

পাস করেছে ৮০ জন।
ফেল করেছে ১৯ জন।

জিপিএ-৫ পেয়েছে ২ জন।

৩।সেন্ট ম্যারিজ গার্লস স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ২৫২ জন।

পাস করেছে ২২৪ জন।
ফেল করেছে ২৮ জন।

জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

৪।সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ১০০ জন।

পাস করেছে ৭১ জন।
ফেল করেছে ২৯ জন।

জিপিএ ৫ পায়নি কেউ।

৫।জামালপুর কলেজের মোট পরীক্ষার্থী ১৯২ জন
পাস করেছে ৯৯ জন।
ফেল করেছে ৯৩ জন।

জিপিএ ৫ পায়নি কেউ।

৬। আজমতপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ১১০ জন।

পাস করেছে ৫৭ জন।
ফেল করেছে ৫৩ জন।

জিপিএ ৫ পায়নি কেউ।

এই রেজাল্টে অনেক অবিভাবকেরা এই রেজাল্টে খুশি নয়, তাঁরা হতশ,এই রেজাল্টে তাদের সন্তান দের ভালো কোন ভার্সিটিতে ভর্তি হতে পারবে কিনা এটাই এখন আমাদের চিন্তার বিষয়।