প্রকাশিত, ২১ জানুয়ারি, ২০২১
মোঃ বায়েজিদ হোসেন গৌরিপুর ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গৌরিপুর উপজেলা ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের, বর্তমান সন্ধার চিত্র।
২১ জানুয়ারি রোজ (বৃহস্পতিবার)
৩ নং অচিন্ত্যপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ হবে বলে বর্তমান চেয়ারম্যান ইউনিয়নের ভিজিডি কার্ড গ্রহণকারীদের, ইউনিয়ন পরিষদের উপস্থিত হওয়ার কথা বলা হয়।
সারাদিন অপেক্ষা করার পরও মিলে নি, তাদের প্রাপ্য চাল, অবশেষে এক পর্যায়ে, ইউনিয়ন পরিষদের সামনে, শাহাগঞ্জ বাজারে রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়।
ভুক্তভোগীদের দাবি - তাদের প্রাপ্য চাল তাদের মাঝে বিতরণ করা হোক, ও সারাদিন মিথ্যা বলে হয়রানির করার জন্য, এ দাবিতে তারা বিচার চান।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান-এর সাথে কথা বলতে গেলে তার কোন খোঁজ মিলে নি।