সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা জাতীয় পার্টির দোয়া মাহফিল।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৮, ৮:৪৪ অপরাহ্ন /
সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা জাতীয় পার্টির দোয়া মাহফিল।

প্রকাশিত,১৮, জুলাই,২০২৩

পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি্ঃ

-সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু আলহাজ্ব 

হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণে চট্টগ্রাম  দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শুক্রবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদে আছর নগরীর আমানত শাহ (রা.) মাজারে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুস ছত্তার রণি, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে  দিদারুল আলম ফজু, মোহাম্মদ মিয়া চৌধুরী, বোরহান উদ্দীন ফারুকী, আলী আকবর চৌধুরী চেয়ারম্যান, মোহাম্মদ ছালেম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. ইউসুফ, মো. সেলিম, মাহমুদুল হক বেঙ্গল, জেলা যুব সংহতির সাবেক সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী মেম্বার, ডা. আব্দুল হালিম, নুরুন নবী, খান মো. আইয়ুব চৌধুরী, সাইফুদ্দিন খান মেম্বার, নাছির কন্ট্রাকটার, আব্দুল মালেক আর্মি, নেজাম সওদাগর, আবুল কাশেম, মো. আনিছ, মো. শামশু, মো. আজিজ, ডা. নুরুর আবছার, যুব নেতা এম ইরফান হোসেন, আব্দুল হাকিম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আমানত শাহ জামে মসজিদের খতিব মাওলানা তবারক হোসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র আহবায়ক নুরুচ্ছফা সরকার বলেন, বর্তমান সরকার উন্নয়নের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে। দেশের শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলে উন্নয়নের সূচনা হয়েছিল জাতীয় পার্টির সরকারের সময় হয়েছে। বর্তমানে দেশে আইনের শাসন নেই, সব কিছু একদলীয় শাসনে চলছে, গনতন্ত্র নির্বাসন। দেশে শান্তি, শৃঙ্খলা,  স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও  উন্নয়ন সুশাসন নিশ্চিত করতে   জাতীয় পার্টি কে শক্তি শালী করার মাধ্যমে মাননীয় বিরোধী দলীয় উপনেতা  জিএম কাদের এমপি’কে ক্ষমতায় আনতে হবে।  

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
১৮/০৭/২৩ ইং।