সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এমপি’র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২১, ৯:০১ অপরাহ্ন /
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এমপি’র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক।

প্রকাশিত,২১, অক্টোবর,২০২৩

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রবীণ রাজনীতিবিদ মো. শাহজাহান মিয়া তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন কর্মবীর মানুষকে হারালাম।

উল্লেখ্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া (৮৩) আজ শনিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।