প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২৪
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক/ কর্মচারী যোগদান করেন।
২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের অফিস কক্ষে এবিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্কুল কর্তৃপক্ষ।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফতেহুল বারী আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, শেখ মোস্তফা, আজিজুর রহমান মৃধা, ইউপি সদস্য শাহ আলম আকন্দ, নজরুল ইসলাম আকন্দ, মমিনুল ইসলাম আকন্দ, আ: সাত্তার আকন্দ, সাখাওয়াত হোসেন আকন্দ প্রমুখ।
সাম্প্রতিক নিয়োগের প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক সহ কর্মচারী মোট ৫ টি পদে নিয়োগ পেয়ে নিজ নিজ কর্মস্থল সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন সহ সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ তাদের বরণ করে নেন।
ফরিদুল ইসলাম ফরিদ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন :