সানন্দবাড়ীতে চীপ প্রসিকিউটর এ্যাডভোকেট তাজুল ইসলামকে সংবর্ধনা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২৮, ৩:৩৫ অপরাহ্ন /
সানন্দবাড়ীতে চীপ প্রসিকিউটর এ্যাডভোকেট তাজুল ইসলামকে সংবর্ধনা।

প্রকাশিত,২৮,সেপ্টেম্বর

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)

প্রতিনিধিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত চীফ প্রসিকিউটর এ্যাডভোকেট তাজুল ইসলামকে তার নিজ এলাকা দেওয়ানগঞ্জে  বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কয়েক দফায় এ সংবর্ধনা দেওয়া হয়।

সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ আবু শামা অর্ডন্যান্স, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামাল পুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, নাজমুল হাসান, অফিসার ইনচার্জ দেওয়ানগঞ্জ মডেল থানা,  হযরত আলী, সুরুজ্জামান, আনোয়ার হোসেন, সুলাইমান আলী, আরজান আলী,রফিকুল ইসলাম, ওসমান গনি, হাসমত, মজিবুর, নুরুদ্দিন, আনিসুজ্জামান,বাবুল, আলিম, ফরিদ, মাসুদ, রুবেল, প্রমুখ।

এ্যাডভোকেট তাজুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ছাত্র জনতার আগস্ট অভ্যুত্থানে দেশ তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নইলে আবারো স্বৈরাচারের উদ্ভব হতে পারে। স্বাধীনতা কেউ বিকিয়ে দেয় না অর্জন করে নিতে হয়। এইযে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, এই অর্জন। সেই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজে আমাকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। তবুও দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। আপনারা আমার সাথে থাকলে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন আমি যেন সততার সাথে আমার উপর অর্পিত চ্যালেঞ্জিং এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’

সবশেষে এ্যাডভোকেট তাজুল ইসলাম তার নিজ গ্রাম মৌলভীরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত গণ সংবর্ধনা গ্রহণ করেন। উক্ত মাঠে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশাজীবির মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন চীফ প্রসিকিউটর এ্যাডভোকেট তাজুল ইসলাম।