সাজাপাপ্ত বিএনপি নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন আমিনুল হক।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২০, ৬:৫৫ অপরাহ্ন /
সাজাপাপ্ত বিএনপি নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন আমিনুল হক।

প্রকাশিত, ২০মে,২০২৪

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

গুলশান থানা বিএনপির আহবায়ক সাজাপ্রাপ্ত কারাবন্দী এস এ মামুন, কারাবন্দী বনানী থানা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গনি, গুলশান থানা বিএনপির নেতা সাজাপ্রাপ্ত কারাবন্দী রফিক মোড়ল, সাজাপ্রাপ্ত বনানী থানা বিএনপির যুগ্ন আহবায়ক ওসমান গনি খোকন, সাজাপ্রাপ্ত ঈমান হোসেন নূর, বনানী থানা বিএনপির যুগ্ন আহবায়ক এবং শাজাহান বাবুর্চি বনানী থানার ১৯ নং ওয়ার্ড এর ১ নং ইউনিট বিএনপির সহ সভাপতি, গুলশান থানার ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজাপ্রাপ্ত কারাবন্দী নূর হোসেন নূরু, গুলশান থানার ১৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সাজাপ্রাপ্ত কারাবন্দী মেহেদী হাসান বাপ্পির পরিবারের খোঁজ খবর নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

সোমবার দুপুরে তিনি সকলের পরিবারে কাছে যান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আনারুজ্জামান আনোয়ার, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন সদস্য এবিএম রাজ্জাক, সদস্য শফিকুল ইসলাম শাহীন, গুলশান থানার যুগ্ন আহবায়ক শাজাহান, গুলশান থানার যুগ্ন আহবায়ক ইউসুফ হােসেন মানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিনুল হক বলেন, বর্তমান ফ্যাসিজ সরকার দ্বারা কেউ নিরাপদ নয়। তিনি যে কাউকে যখন-তখন গ্রেফতার করাতে পারে। এদেশের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছেন। এটি বেশি দিন থাকবে না। আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। আল্লাহ উত্তম ফয়সালা কারী। তিনি অবশ্যই আপনাদের মুক্তির পথ দেখাবেন।

তিনি আরো বলেন, বর্তমান দ্রব্যমূল্য যে না বিশ্বাস গরিব মানুষ অসহায় জীবন যাপন করছেন।