প্রকাশিত,১৯
নিজস্ব প্রতিবেদক :
আজ দুপুরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য মারুফ সরকারের পিতা মোঃ আব্দুল বাসেদ এর সুস্থতা কামনায় ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সাবেক মহাসচিব ও বর্তমান সহ-সভাপতি মফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলার সাবেক আহ্বায়ক পারভেজ হোসেন বাবু, তৃণমূল নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক রমজান আলী, জাতীয় মানবাধিকার সমিতির বগুড়া জেলার সাবেক সমন্বয়কারী মোঃ মুসা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাতে তার সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
বর্তমানে তিনি রাজধানীর মাকস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত ১৪ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।