প্রকাশিত,০৯,সেপ্টেম্বর
মোঃ শিহাব উদ্দীন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক ভোরের বাণীর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে মোঃ ইসমাইল মোল্লার শুভ জন্মদিন আজ, আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল,এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জাতীয় দৈনিক ভোরের বাণীর পত্রিকার পরিবারের পক্ষ থেকে,
সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন, পিতা-মাতা,দাদা -দাদু , চাচ্চু-কাকি, ছোট ফুফু -ফুফা মামা, মামি, , নানা-নানী, ও ছোট ভাই-বোনসহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন।মোঃ ইসমাইল উদ্দিন মোল্লার শুভ জন্মদিনে আমরা এই প্রত্যয় করছি যে ‘ এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন।
শুভেচ্ছান্তে: মুয়াজ হাসান, ইমরান হাসান, তাকরিম হাসান, তারিন হাসান, নুরজাহান নুরি,মোঃ আল- আমিন মোল্লা, নুসরাত জাহান, জান্নাতি,প্রমুখ। সহ আরো অনেকে। মোঃ ইসমাইল মোল্লার জন্ম তারিখ ০৯/০৯/২০০৯
আপনার মতামত লিখুন :