প্রকাশিত,০৪, জুলাই,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আজ ০৩ জুলাই ২০২৩ সোমবার পূর্বগোমদণ্ডী বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ড, মুফতিপাড়াস্থ সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারীর মমতাময় মা জননী ও পটিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরীর ফুফি মরহুমা রাবেয়া খাতুনের কবর জিয়ারত করা হয়।
এ উপলক্ষে এক দোয়া মাহফিল এবং মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মুনাজাতে আল্লাহ সকল মুসলামান কবরবাসীর গুনাহ মাফ করে জান্নতবাসী করার জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদাশীন পীরজাদা হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ রহমান মিয়া শাহ্ মঃজিঃআঃ হারবাংগিরী আল মাইজভাণ্ডারী।
তার সাথে ছিলেন,সমাজসেবক হাজী মোহাম্মদ আবদুর রশিদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখার সভাপতি, সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী,
বোয়ালখালী উপজেলা যুবলীগ
সহসভাপতি হাজী মোহাম্মদ জানে আলম,
ফারহান ইব্রাহিম রশিদ, মোঃ মাসুদ রানা জুয়েল, ইমরান হোসাইন সোহেল প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
আপনার মতামত লিখুন :