সরকার পতনের দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তানভীর হুদার যোগদান।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২৮, ৮:৩৪ অপরাহ্ন /
সরকার পতনের দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তানভীর হুদার যোগদান।

প্রকাশিত,২৮, জুলাই,২০২৩

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসমাবেশস্থলে জড়ো হন তৃণমূলের নেতাকর্মীরা। তারা জানান, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীদের উপস্থিতি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। মিছিলে স্লোগানের পাশাপাশি প্ল্যাকার্ডে সরকার পতনের একদফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। তারা বলছেন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এই সরকারের পদত্যাগ নিশ্চিত না করে তারা রাজপথ ছাড়বেন না বলেও জানান।
এরইমধ্যে মহাসমাবেশে বক্তব্য রাখতে শুরু করেছেন মহানগরসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। তাদের অভিযোগ, সরকার মিথ্যা মামলা, হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা বলেন, পুলিশ এই মহাসমাবেশ উপলক্ষে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বাসায় বাসায় গিয়ে তল্লাশি চালিয়ে, হোটেল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

সরকার পতনের একদফা দাবিতে পল্টনের মহাসমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা।

চাঁদপুর জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, সমাবেশে বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত শুরু হয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে মাঠে অবস্থান করবেন। ভোট চোর ক্ষমতায় থাকতে পারে না। জনগণের অধিকার কেড়ে নিয়েছে। নতুন প্রজন্মের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এ সরকার বিএনপির নেতাকর্মীদের গুম খুন করে ১৫ বছর ক্ষমতায় বসে আছে।
শেখ হাসিনা দেশের জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের হত্যাকারী। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

সরকার পতনের দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তানভীর হুদা’র নেতৃত্বে অংশগ্রহণ করেন,
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি নেতা হাফিজুর রহমান কবির, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ মহসিন, বাগানবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, চাঁদপুর জেলা বিএনপি সদস্য মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপি সহসভাপতি ও ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপি নেতা সোলেয়মান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ বাবুল, মতলব পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ শাহ গিয়াস, মতলব পৌর যুবদলের সাবেক সভাপতি জসিম মির্জী, বিএনপি নেতা জীবন খান, আব্দুল করিম দেওয়ান, আব্দুল লতিফ প্রধান, যুবদল নেতা দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম, মোঃ হালিম সরকার রিঙ্কু, মোঃ হালিম, মোঃ তুহিন, বিল্লাল হোসেন, মোঃ নাজমুল, মিয়া মোহাম্মদ রিপন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহআলম সরকার, ছেংগারচর পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সহসভাপতি মফিজুল ইসলাম খান, ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম,
মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম শিবলু, ছাত্রদল নেতা শরীফ ফরাজী, নাদিম ভুইয়া প্রমুখ।

অবশেষে লোকারণ্য নয়াপল্টন কার্যালয়ের সামনে দুপুর ২টা ১০ মিনিটের দিকে শুরু হয় কাঙ্ক্ষিত মহাসমাবেশ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।