সময় টিভির সাংবাদিক রতন সরকারের মৃত্যুতে বিএমইউজে’র গভীর শোক ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৪, ১০:৪৩ পূর্বাহ্ন /
সময় টিভির সাংবাদিক রতন সরকারের মৃত্যুতে  বিএমইউজে’র গভীর শোক ।

প্রকাশিত,১৪, জুলাই,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

শুক্রবার ১৪, জুলাই,২০২৩: সময় টেলিভিশনের রংপুরের বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাব রংপুরের সিনিয়র সদস্য রতন সরকার রমেক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ১৩ জুলাই রাতে হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার (বিএমইউজে)’র পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন সহ কমিটির সকলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, শিশু সন্তান সহ গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।