প্রকাশিত,২৫, জুন,২০২৩
মোঃ শিহাব উদ্দিন স্টাফ রিপোর্টার গোপালগঞ্জঃ
আইটি সেক্টরে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী অর্থী প্রকৃতি পাল।
তিনি আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার নড়াইলের আব্দুল বারী মেমোরিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত জনসভায় তাকে দেশের ফ্রিল্যান্সিং জগতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় এই সম্মাননা প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।অনুষ্ঠানে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি সুভাষ চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে অর্থী বলেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মাকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।তিনি আরো বলেন, সরকারের প্রচেষ্টায় করোনাকালীন সময়ে যখন ঘরে বসে তখন ফ্রিল্যান্সিয়ের উপর ৫০ দিনের কোর্স চলাকালীন সময়েই আমি ৩০ ডলারের একটি কনটেস্ট উইন করি যা পরবর্তীতে এ বিষয়ে আগ্রহ যোগায়।
আজকে যার ফলসরূপ বিশেষ সম্মাননা স্মারক পেলাম।প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন, আমরা দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও বেকারত্ব সমস্যা দূরীকরণে ফ্রিল্যান্সিংয়ের ভূমিকা অপরিসীম।
আপনার মতামত লিখুন :