প্রকাশিত,২৩, নভেম্বর,২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী শাহিদের সন্ধান চাই তার বাবা-মা
শাহিদ, (১৭) পিতা, ইসলাম, মাতা, শিল্পী আক্তার, গ্রাম জন্মে জয় পৌরসভা (৪নং ওয়ার্ড) হাসপাতাল রোড গফরগাঁও
নিখোঁজ শাহিদ বাক প্রতিবন্ধী আজ হতে প্রায় ১১ মাস পূর্বে নিজ এলাকা থেকে হারিয়ে গেছে। বাবা মা আত্মীয়স্বজন সকলেই অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
প্রতিবন্দী ছেলেটি ইশারা ইঙ্গিতে বুঝতে সক্ষম।
যদি কোন সহৃদয় ব্যক্তি বাক প্রতিবন্ধীর সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নে মোবাইল নাম্বারে জানানোর জন্য তার বাবা-মা আকুল আবেদন জানিয়েছেন।
মোবাইল নং-01709062344
01762224548
আপনার মতামত লিখুন :