প্রকাশিত, ১৯ জানুয়ারি, ২০২১
তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ
সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত নীলফামারী জেলা গড়ার প্রতিশ্রুতি লক্ষে জেলার বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্হান সহ জেলার বিভিন্ন জায়গায় চলছে জেলা পুলিশের বিশেষ টহল
এতে জেলার সকল মানুষ শান্তিতে বসবাস করছে
একজনের সাথে কথা হলে তিনি বলেন ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে কারন তারা এই তীব্র শীতেও সারা রাত জেগে আমাদের জানমালের নিরাপত্তা দিয়ে যাচেছ
আর এবিষয়ে নাম না বলা পুলিশের এক কনেস্টেবল বলেন নীলফামারী জেলা হচেছ শান্তির জেলা তাই এই জেলাকে আরো শান্তিতে ও সন্ত্রাস মুক্ত রাখার জন্য আমরা আম্প্রান চেষ্ঠা করে যাচিছ তিনি আরো বলেন যে শুধু নীলফামারী থানা নয় নীলফামারীর সবকয়টি থানাতেও একই ধরনের টহল চলমান রয়েছে
আপনার মতামত লিখুন :