>কবি<
—আনোয়ার চিশতি—–
————————————
পিতা মাতার কষ্টের ফসল
নাম তার সন্তান
রাজি খুশি হয়ে মওলা
করে যে তাহা দান।
যোগ্যতা অর্জনে সন্তান
রাখে যে তাদের মান
সুখে শান্তিতে থাকিলে তারা
পিতা মাতার ভরে প্রাণ।
ভালো সন্তানের পিতা মাতা
করে যে গুনগান
একটু ব্যাথায় পেলে তারা
বুঝায় যে কত টান।
পিতা মাতা খুশি হয়
গাইলে সন্তান মওলার গান
পিছু পিছু লেগে থাকে
বিপদে করে যেন আছান”
————————————————-
কবিতাঃরচনাস্হলঃগফরগাও,
ময়মনসিংহ।।
আপনার মতামত লিখুন :