প্রকাশিত,০৪, ফেব্রুয়ারি,২০২৪
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নেমেছেন নারী নেত্রীরা। এর মধ্যে আলোচনায় প্রাধান্য পাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক চেয়ারম্যান, একাধিকবারের সাবেক সফল জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের একাধিক বারের সফল সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈন উদ্দিন মন্ডলের স্ত্রী ময়না পারভিন ( পপি)। চাঁপাইনবাবগঞ্জে অনেকের সাথে কথা বলে জানা যায় চাঁপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের গরিব দুখী হিন্দু মুসলিম সবার প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম আলহাজ্ব মইনুদ্দিন মন্ডল যার কাছে কোন কাজের বিষয়ে গেলে কখনো ফেরত আসে নাই চাঁপাইনবাবগঞ্জবাসী। শ্রী সন্তোষ কুমার, শ্রী ফড়িং আচার্জী, শ্রীমতি রাধারানী রায়, শ্রী গৌতম শ্রী চন্দন, শ্রী মন্টু শ্রীমতি ববিতা, প্রমুখ, আমরা চাই চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে আলহাজ্ব মইনুদ্দিন মন্ডলের বিধবা স্ত্রী পপি কে আমরা দেখতে চাই । চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি (পপি) বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। আমি ও আমার স্বামী সারাজীবন চাঁপাইনবাবগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম আগামীতেও পাশে থাকব। মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে চাঁপাইনবাবগঞ্জবাসীর উন্নয়নের আরেকটি দার উন্মোচন হবে বলে আমি মনে করি । বিগত দিনে চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জবাসীর উন্নয়নের জোয়ার রয়েছে তা আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই।এই উন্নয়নকে বেগবান করতে ও স্বতঃস্ফূর্তভাবে চাঁপাইনবাবগঞ্জ বাসির অবশিষ্ট কাজ করার সুযোগ হবে । তিনি আরও বলেন আমার স্বামী তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে চাঁপাইনবাবগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করেছেন কোনদিন সে নিজের জন্য ভাবেনি আমিও আমার বাকি জীবনটা যেন চাঁপাইনবাবগঞ্জবাসীর উন্নয়নের কাজে লাগাতে পারি এই প্রত্যাশা আমার।