প্রকাশিত,৩১, জানুয়ারি,২০২৪
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের
পটিয়া উপজেলার শ্রীমাই খাল থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে হোসেন মোহাম্মদ ইব্রাহিম নামের একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে পটিয়া সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা আফরোজ এ অভিযান পরিচালনা করেন। এসময় স্ক্র্যাভেটর দিয়ে বালু উত্তোলনের কারনে এ জরিমানা করা হয়। জানা গেছে, উপজেলার শ্রীমাই খালের পারিগ্রাম এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় কিছু যুবক। স্থানীয়রা বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা আফরোজ জানান, ইজারা বহির্ভুত খাল থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা হয় এবং তাদেরকে সর্তক করে দেওয়া হয়।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
৩১/০১/২০২৪
আপনার মতামত লিখুন :